Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/JlBXGVkd4xYcQB3lrtRs.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election) মানুষের জনসমর্থন পেতে মাঠে নেমে পড়েছে কংগ্রেস (Congress)। রাহুল গান্ধী (Rahul Gandhi) জানালেন কংগ্রেস কর্ণাটকে ক্ষমতায় এলে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে (Women) পাঠিয়ে দেওয়া হবে ২০০০ টাকা। রাজ্যের প্রত্যেক স্নাতককে (Graduate) প্রতি মাসে ৩০০০ টাকা এবং ডিপ্লোমাধারীদের ১৫০০ টাকা দেওয়ার কথাও ঘোষণা করলেন তিনি। প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে (200 Unit Electric) দেওয়ার কথা ঘোষণা করেন রাহুল গান্ধী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us