ভয়াবহ বৃষ্টির জেরে বাতিল ২০টি ট্রেন

বর্তমানে দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টি পাহাড়ে তাণ্ডব চালাচ্ছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর থেকে বৃষ্টিপাতের কারণে ক্রমাগত ভূমিধসের খবর পাওয়া গেছে।

author-image
SWETA MITRA
New Update
train cancel.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ব্যাপক বৃষ্টিপাতের (Heavy Rainfall) জেরে এবার একাধিক ট্রেন বাতিল হয়ে গেল দেশে। উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে, দেশেরউত্তরাঞ্চলেভারীবৃষ্টিপাতেরকারণেএখনপর্যন্ত২০টিট্রেনক্ষতিগ্রস্তহয়েছে।