Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার মাওবাদী নিষ্ক্রিয়করণে এক বড় সাফল্যের মুখ দেখলো ছত্তিশগড় পুলিশ। আজ ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করলো ২০ জন মাওবাদী। সুকমার পুলিশ সুপার কিরণ জি চাবন এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন,''সিআরপিএফ (CRPF)-এর ধারাবাহিক প্রচেষ্টার কারণে আজ ২০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। তাদের সকলের মাথার ওপর মোট ৩৩ লক্ষ টাকার পুরস্কার ধার্য ছিল।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/15/crpf-parade-2025-08-15-00-38-57.webp)
তিনি আরও বলেন, "আত্মসমর্পণকারী সকল মাওবাদীকেই সরকারি প্রকল্পের অধীনে পুরষ্কার এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us