New Update
/anm-bengali/media/media_files/kowxChAFvmOrcX8IcK4u.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের (Madhya pradesh) বালাঘাট জেলা দীর্ঘদিন ধরে নকশাল সমস্যার সঙ্গে লড়াই করছে। বালাঘাট পুলিশ গত বছর ছয় জন কুখ্যাত নকশালকে নিকেশ করেছিল বলে জানা গিয়েছে। এরই মাঝে বড় দাবি করলেন পুলিশ সুপার সমীর সৌরভ। তিনি জানিয়েছেন, আজ শনিবার ভোরে গড়ি থানার কাদলার জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও সঙ্গে নকশালদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময়ে নিরাপত্তা রক্ষীরা ২ জন মহিলা নকশালকে নিকেশ করেছে। মৃতদের নাম হল সুনীতা ও সরিতা। এদের দুজনের মাথার দাম সব মিলিয়ে মোট ২৮ লক্ষ টাকা ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us