নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল RJD ! দল ছাড়লেন দুই হেভিওয়েট বিধায়ক

বিহারে চলছে দলবদলের খেলা।

author-image
Debjit Biswas
New Update
tejashwi_vs nitish.jpg

নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের আগেই এবার এক বড় ধাক্কা খেল তেজস্বী যাদবের পার্টি আরজেডি (RJD)। আসন্ন নির্বাচনের আগেই এবার তেজস্বীর দল ছাড়লেন দুই হেভিওয়েট বিধায়ক ছোটেলাল রাই (Chotelal Rai) এবং বিভা দেবী (Vibha Devi)। এই দলবদলের কারণ হিসেবে বিভা দেবী বলেন, "নীতিশ কুমার খুব ভালো কাজ করছেন এবং তিনি ভবিষ্যতেও এই কাজ চালিয়ে যাবেন। বিহারের উন্নয়ন প্রয়োজন। বিহারের মানুষ অনেক আশা নিয়ে ভোট দেবেন।"

nitish kumarq2.jpg

এই দুই বিধায়কের দলবদল আসন্ন বিহার নির্বাচনের আগে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা বলে মনে করা হচ্ছে।