নিজস্ব সংবাদদাতা : আজ ছত্তিশগড়ের সুকমা জেলার, কুকানার থানা এলাকার, জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালীন, দুই নকশাল জঙ্গি নিহত হয়েছে, বলে জানিয়েছেন সুকমার পুলিশ সুপার কিরণ চবন। সংঘর্ষস্থল থেকে একটি স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে এই এলাকায় অভিযান ও পুলিশি তল্লাশি এখনও চলছে। পুলিশ সূত্রে জানা গেছে যে, এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই নকশাল তৎপরতা বেড়ে চলেছিল, আজ গোপন সূত্রে খবর পেয়েই যৌথ বাহিনী অভিযান চালায়। এই সংঘর্ষের পরে আরও নকশালদের সন্ধানে, পুরো এলাকায় চিরুনি তল্লাশি চলছে।
/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)