New Update
/anm-bengali/media/media_files/1g4EqszVRvAuqjNDAiCM.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলিতে ঘটলো এক আজব ঘটনা। বরেলির প্রেমনগর এলাকার প্রিয়দর্শিনী নগরের একটি পুরনো খাবার দোকানে কাবাব (Kebab) খেতে যায় দুই ব্যক্তি। মদ্যপ (Drunk) অবস্থায় তারা চিকেন কাবাব রোল অর্ডার করে। সেই রোল মুখে দিতেই মেজাজ বদলে যায় তাদের। রোলের টাকা দিতে অস্বীকার করে রাঁধুনির সঙ্গে শুরু হয়ে যায় বচসা। রাঁধুনি জোর করলে একজন রিভলভার বের করে রাঁধুনির দিকে গুলি (Shot) চালিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাঁধুনি নাসিরের। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us