New Update
/anm-bengali/media/media_files/M2Brbrztzv3aBlms8huY.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার বিহারে বড় খেলা খেলে দিল বিজেপি। আজ আরজেডি (RJD) ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন দুই হেভিওয়েট নেতা। নির্বাচনের আগে জোর ধাক্কা খেল আরজেডি (RJD) ও কংগ্রেস। আজ রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রাক্তন বিধায়ক অনিল কুমার সাহনি এবং কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বচ্চু প্রসাদ বীরু আনুষ্ঠানিক ভাবে যোগদান করলেন বিজেপিতে। এছাড়াও যোগদান করলেন বিশিষ্ট নেত্রী আশা দেবী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/IZFA1j1IzDtZvFJQOtm3.jpg)
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই দলবদল বিহারের আসন্ন নির্বাচনের আগে বিজেপির শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করল। এই যোগদানের ফলে প্রবল উচ্ছসিত গেরুয়া শিবির।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us