বিহারে বড় খেলা খেলে দিল বিজেপি,আরজেডি-কংগ্রেস ছেড়ে যোগদান করলেন দুই হেভিওয়েট নেতা ! উচ্ছসিত গেরুয়া শিবির

বড় যোগদান বিজেপিতে।

author-image
Debjit Biswas
New Update
bjp congress.jpg

নিজস্ব সংবাদদাতা : ফের একবার বিহারে বড় খেলা খেলে দিল বিজেপি। আজ আরজেডি (RJD) ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন দুই হেভিওয়েট নেতা। নির্বাচনের আগে জোর ধাক্কা খেল আরজেডি (RJD) ও কংগ্রেস। আজ রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রাক্তন বিধায়ক অনিল কুমার সাহনি এবং কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বচ্চু প্রসাদ বীরু আনুষ্ঠানিক ভাবে যোগদান করলেন বিজেপিতে। এছাড়াও যোগদান করলেন বিশিষ্ট নেত্রী আশা দেবী। 

tejashwiyadavq1.jpg

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই দলবদল বিহারের আসন্ন নির্বাচনের আগে বিজেপির শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করল। এই যোগদানের ফলে প্রবল উচ্ছসিত গেরুয়া শিবির।