পুজোর মধ্যে জোড়া ঘূর্ণিঝড়! ফুঁসছে দুই সাগর

একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। এবার একসঙ্গে দুটো ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। ভয় পাবেন না। আগে পুরোটা পড়ুন।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
cyclone.jpg

নিজস্ব সংবাদদাতা: সূর্য ডুবতেই শহর থেকে জেলা সর্বত্র পুজোর জন্য জারি উপচে পড়া ভিড়। কোথাও যানজট আটকাতে মন্ডপের লেজার শো বন্ধ করতে হচ্ছে, কোথাও আবার বিকল্প পথও ভিড় সামাল দিতে পারছে না। ঠিক এই সময়ই আনন্দে টই টুম্বুর বাঙালির কাছে এল হাওয়া অফিসের এক খারাপ সংবাদ। এক নয় এবার জোড়া ঘূর্ণিঝড়, তাও আবার এই উত্‍সবের আমেজেই আঘাত হানতে পারে। এবার সাইক্লোনের জন্য উত্তাল আরব সাগর এবং বঙ্গোপসাগর। 

একদিকে দক্ষিণ-পশ্চিম আরবসাগরে 'তেজ' অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে আর অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'হামুন' তৈরির পরিস্থিতি দেখা যাচ্ছে এবার। রবিবার ২২ অক্টোবর বিকেলেই নিজের শক্তি তুমুল বাড়িয়ে অতি শক্তিশালী সাইক্লোনে পরিণত হয়ে গেছে 'তেজ'। যদিও এর ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এটি ওমান ইয়েমেনের দিকে এগিয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে বঙ্গোসাগরে সাইক্লোন 'হামুন' অন্ধ্র উপকূলের কাছাকাছি চলে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। তবে বাংলায় এর সরাসরি প্রভাব নেই।

hiring.jpg