/anm-bengali/media/media_files/mSxySeEhW20U8PnOIYZB.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতে কর্মসংস্থান তৈরির বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রিপোর্ট প্রকাশ করেছে।
এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, '' গতকাল, ভারতে কর্মসংস্থান তৈরির বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত রিপোর্ট প্রতিফলিত করে যে কীভাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ভারত সফলভাবে দ্রুত নতুন কর্মসংস্থান, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে ৷ ''
গত বছর প্রায় ২.৫ গুণ বেশি সংখ্যক লোক নতুন কর্মসংস্থান পেয়েছিল। আমি বিশ্বাস করি যে মোদীর মেয়াদ সবচেয়ে সফল হয়েছে।
#WATCH | Union Minister Piyush Goyal says, "Yesterday, the report released by Reserve Bank of India on generation of employment in India reflects that how, under the leadership of PM Narendra Modi, India has successfully swiftly generated new jobs, new employment opportunities.… pic.twitter.com/tgwutJ9jp9
— ANI (@ANI) July 11, 2024