/anm-bengali/media/media_files/ysnv7AEzT4rGKvkcvWQm.png)
নিজস্ব সংবাদদাতা: গতকাল মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে একটি ৩ তলা ভবন ধসে পড়ে। ভবনটি ধসে পড়ার পর দ্রুত উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধারকার্য শুরু হয়। ভবনটি ধসে পড়ার পর ইতিমধ্যেই ১৯ ঘন্টা কেটে গিয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। ফায়ার ব্রিগেড, পুলিশ, টিডিআরএফ এবং এনডিআরএফের দলগুলি ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে ৭ জনেরও বেশি মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের মধ্যে থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ভিওয়ান্ডিতে ভবন ধসে পড়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এই ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, ভবনটি পুনরায় নির্মাণ করা হবে। শীঘ্রই ভবনটি নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এই ভবন ধসে পড়ার ঘটনায় নড়েচড়ে বসেছে সরকার। বর্ষায় এরকম ভয়াবহ ঘটনা আরও ঘটতে পারে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই এই বিষয়ে বিভিন্ন আধিকারিকদের জানিয়েছেন। বর্ষার আগেই সমস্ত বিপজ্জনক বাড়িগুলির তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। আর যাতে কোনও ভবন এইভাবে ধসে না পড়ে সেইদিকে সরকার নজর দিচ্ছে বলে জানিয়েছেন একনাথ শিন্ডে। এছাড়াও ভিওয়ান্ডিতে ভবন ধসে পড়ার ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন একনাথ শিন্ডে। দ্রুত উদ্ধারকার্য শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ভবন ধসে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক এখনও বিরাজ করছে। অনেকে জানিয়েছেন, এরকম ভয়াবহ দৃশ্য আগে কখনও দেখেননি তারা। চোখের সামনে এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েছেন অনেকে। ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কয়েকজন আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছেন।
Maharashtra | Rescue operations underway since last 19 hours after a 3-storey building collapsed in Bhiwandi, Thane. Teams of Fire Brigade, Police, TDRF & NDRF are present on spot to rescue people trapped in debris. More than 7 people are likely to be trapped, 14 people have been… pic.twitter.com/Si0ydrd5kb
— ANI (@ANI) April 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us