/anm-bengali/media/media_files/RlfGqJQunv0uqGD7NZVO.webp)
নিজস্ব সংবাদদাতা : এবার ১৮ বছর বয়সী এক তরুণীকে অপহরণ করে, চার দিন ধরে তাকে গণধর্ষণ করার অভিযোগ উঠলো উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে। অভিযোগ প্রথমে লিফ্ট দেওয়ার নাম করে ওই তরুণীটিকে অপহরণ করা হয় এবং এরপর তাঁকে মাদক খাইয়ে এই পাশবিক অত্যাচার চালানো হয়। পুলিশ সূত্রে খবর, ওই নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম জুনেদ (Junaid) এবং অংশুমান মিশ্র (Anshuman Mishra)।
নির্যাতিতা তরুণী পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তরা তাঁকে লিফ্ট দেওয়ার নাম করে জোর করে নিজেদের গাড়িতে তুলে নেয়। এরপর তাঁকে মাদক খাইয়ে অচেতন করা হয় এবং একটানা চার দিন ধরে গণধর্ষণ করা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/S7X5K5Ci943kPNuCpQT0.jpg)
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা 127(2)/70(1)/351(3) এর অধীনে মামলা রুজু করা হয়েছে। এই ধারার অধীনে অপহরণ, গণধর্ষণ এবং সংশ্লিষ্ট অপরাধের বিচার হবে। ওই নির্যাতিতা তরুণীটিকে বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা ও কাউন্সেলিং পরিষেবা দেওয়া হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us