প্রচণ্ড ঠাণ্ডা, সকাল বেলায় অন্ধকার! দেরিতে চলছে ট্রেন, কখন পৌঁছাবেন দিল্লি? দেখুন তালিকা

ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি।

New Update
fog trains.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় রাজধানী প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার সঙ্গে লড়াই করে চলেছে। জানা গিয়েছে, ঘন কুয়াশা দৃশ্যমানতা প্রভাবিত করে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে দিল্লিতে ট্রেন এবং বিমান চলাচলে বিলম্ব ঘটায়।

সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী ১৮টি ট্রেন দেরিতে চলছে। ভারতীয় রেল সূত্রে খবর, নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা দেরিতে ট্রেন চলছে। পুরী-নিজামুদ্দিন পুরুষোত্তম এক্সপ্রেস (১২৮০১) এবং বেঙ্গালুরু-নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস (২২৬৯১) সহ বেশ কয়েকটি সুপারফাস্ট ট্রেন যথাক্রমে ৬ ঘণ্টা এবং ১:১০ ঘণ্টা দেরিতে চলছে।  রেলের তথ্য অনুযায়ী, আজমগড়-দিল্লি জংশন কাইফিয়ত এক্সপ্রেস (১২২২৫) পৌঁছাতে সাড়ে পাঁচ ঘণ্টা দেরি হবে।

প্রসঙ্গত, ট্রেন ছাড়াও কুয়াশা ও অন্যান্য কারণে দিল্লিগামী ও রাজধানীগামী বেশ কয়েকটি বিমান চলাচল ব্যাহত হয়েছে। 

hire