কৃষকদের রেল রোকো অভিযান! একদিনে বাতিল ১৮টি ট্রেন

ফিরোজপুর (এফজেডআর) ডিভিশনের এক রেল আধিকারিক জানিয়েছেন, রেল অবরোধের প্রথম দিনে এখনও পর্যন্ত ১৮টি ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
trainn.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ট্রেনে উঠে চরম বিপাকে রেল যাত্রীরা। তিনদিনের 'রেল-রোকো' আন্দোলনের )Rail-Roko protest) অংশহিসেবেবৃহস্পতিবারফিরোজপুরডিভিশনের১৮টিট্রেনপ্রভাবিতহয়েছে।

rail roko.jpg

কিষানমজদুরসংগ্রামকমিটিরনেতৃত্বেবেশকয়েকটিকৃষকসংগঠনসাম্প্রতিকবন্যায়ক্ষয়ক্ষতিরজন্যআর্থিকপ্যাকেজ, ন্যূনতমসহায়কমূল্যের (এমএসপি) আইনিগ্যারান্টিএবংঋণমকুবসহবেশকয়েকটিদাবিতেআজথেকেতিনদিনের 'রেলঅবরোধ' শুরুকরেছে।