Kerala Boat Accident: মৃতের সংখ্যা বেড়ে ১৮

রবিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকার থুভাল থেরাম সৈকতের কাছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
নব

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকার থুভাল থেরাম সৈকতের কাছে। ৩০ জন পর্যটককে নিয়ে ডুবে গেল নৌকা। এর ফলে এখন পর্যন্ত কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

কেরালার মন্ত্রী আবদুল ভি রহমান জানিয়েছেন, 'কেরালার মালাপ্পুরম জেলার তানুরের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান চলছে।'