New Update
/anm-bengali/media/media_files/L4WqvaikWJojH1lZJf4F.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ১৭০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। মহারাষ্ট্রের নান্দের জেলায় আয়কর দপ্তরের অভিযানে উদ্ধার হয়েছে ১৭০ কোটি টাকা এবং কয়েক কেজি সোনা।
/anm-bengali/media/post_attachments/9c00179482a77cd12447cacf8ab98921d613e02f9034777b1893b4b1468f8d12.jpg?itok=1UzGZbF1)
সূত্র মারফত জানা গিয়েছে যে, ৭২ ঘন্টার তল্লাশি অভিযান চালানো হয়েছিল। টাকা উদ্ধারের পরে টাকা গুনতে সময় লেগেছিল প্রায় ১৪ ঘন্টা। নগদ টাকা সোনা ছাড়াও প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে অভিযানের সময়। আয়কর দফতরের আধিকারিকরা মনে করছেন যে আরও বেশ কিচছু গুরুত্বপূর্ণ তথ্য হদিস মিলতে পারে। তাই তদন্ত এখনও চলছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us