পহেলগাঁও হামলার জের, এবার নিষিদ্ধ ১৬টি পাক ইউটিউব চ্যানেল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এবার নেওয়া হল কড়া ব্যবস্থা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Kashmir

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্বরাষ্ট্রমন্ত্রক আগেই নির্দেশিকা জারি করেছিল, এবার অ্যাকশন নিল দপ্তর। পহেলগাঁও হামলা নিয়ে ভুল তথ্য পরিবেশন করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এবার নেওয়া হল কড়া ব্যবস্থা। 

GpmIiaeXMAANoBl

ভারত সরকার জম্মু ও কাশ্মীরের মর্মান্তিক পহেলগাঁও সন্ত্রাসী ঘটনার পটভূমিতে ভারত, তার সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু, মিথ্যা এবং বিভ্রান্তিকর বর্ণনা ও ভুল তথ্য প্রচারের জন্য ডন নিউজ, সামা টিভি, আরি নিউজ, জিও নিউজ সহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে।