১৫ শতাংশ DA! সুখবর সরকারি কর্মীদের জন্য

ফের সুখবর এল সরকারি কর্মচারীদের জন্য। জানা গেল যে এবার বাড়ছে ১৫ শতাংশ ডিএ। রইল এই নিয়ে আপডেট।

New Update
money 2.jpg

নিজস্ব সংবাদদাতা: দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্র সরকার। সপ্তম বেতন কমিশনের অধীনে সরকার কর্মীদের ডিএ চার শতাংশ বাড়িয়ে ৪৬ শতাংশ করে তখন। ষষ্ঠ ও পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন এমন কর্মীদের জন্য এবার এক বড় খবর আসছে। জানা গেল যে সরকার এই কর্মচারীদেরও মহার্ঘ ভাতাও বাড়িয়েছে।

কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের কর্মীদের জন্য মূল বেতনের উপর DA বর্তমান ২২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৩০ শতাংশ করা হল। অর্থাত্‍ এবার তা বৃদ্ধি পেয়ে ৯ শতাংশ হল। মহার্ঘ ভাতার পরিবর্তিত হার কর্মচারীদের জন্য ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হতে চলেছে। পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের ডিএ-ও সরকার বাড়িয়ে দিয়েছে। দুই ক্যাটাগরিতে এই কর্মচারীদের ভাতা বাড়ানো হয়েছে। এই কর্মীদের মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ ডিএ যোগ করার সুবিধা নেই। তাদের বর্তমান ৪৬২ শতাংশ ডিএ বাড়িয়ে ৪৭৭ শতাংশ করা হয়েছে।  

hiring.jpg