নিজস্ব সংবাদদাতা : মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে আজ একটি বড় সাফল্য পেয়েছে অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF)। আজ পাঞ্জাবের ফিরোজপুরে এই অভিযান চালিয়ে দুইজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF)। ধৃতদের কাছ থেকে প্রায় ১.৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে, এই হেরোইনের বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকার কাছাকাছি।
/anm-bengali/media/media_files/2025/03/12/QAXNQy6q0jB6hHlLLCyq.png)
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, এই দুইজন পাচারকারীকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হবে। তারা আরও কোনও বড় চক্রের সাথে যুক্ত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আজকের এই অভিযানে একটি বড় সাফল্য লাভ করেছে অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF)।