/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার জোরপূর্বক ধর্মান্তর মামলায় এক বড়সড় অগ্রগতির কথা জানালেন আগ্রার পুলিশ কমিশনার দীপক কুমার। তিনি জানান,''মিশন অস্মিতা প্রকল্পের অধীনে উদ্ধার হওয়া এক ভুক্তভোগী সম্প্রতি ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর জবানবন্দিতে জানিয়েছেন যে, তাঁকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে।''
এই ঘটনার সূত্রপাত হয় জুনেইদ কুরেশি নামক এক অভিযুক্তের মাধ্যমে, যিনি জোর করে ওই তরুণীর এক অবৈধ বিবাহ করেন। জুনেইদকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর সঙ্গে আরও দুই অভিযুক্তকেও আটক করা হয়েছে। এই বিষয়ে কমিশনার জানিয়েছেন, “এই মামলায় এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবৈধ বিবাহ সম্পন্ন করেছিলেন যে কাজী, তাঁর খোঁজেও আমরা দল পাঠিয়েছি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/lerw7tqWahrEZRhtCVpb.jpeg)
জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্তরা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তাঁদের কাজই ছিল দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ধর্মান্তর ও অবৈধ বিবাহ সম্পাদন করা। তাঁদের স্ত্রীরাও এই একই প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ধর্ম পরিবর্তন করেছেন বলে জানা গেছে। পুলিশ এই অভিযুক্তদের কাছ থেকে বেশকিছু সন্দেহজনক জিনিস, মোবাইল ফোন ও বেশকিছু সিম কার্ড উদ্ধার করেছে। এছাড়াও এই দলটির একাধিকবার কাশ্মীর, নেপাল ও পশ্চিমবঙ্গে সফর করার তথ্যও পাওয়া গেছে, যা এই তদন্তে একটি নতুন দিক খুলে দিয়েছে। তবে এই ঘটনায় কোনও জঙ্গি বা আন্তর্জাতিক নেটওয়ার্কের সংযোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কমিশনার দীপক কুমার বলেন, “ধর্মীয় স্বাধীনতার নামে এ ধরনের কাজ বরদাস্ত করা হবে না। তদন্ত জোরদার করা হয়েছে এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”
#WATCH | Agra, Uttar Pradesh: On religion conversion case, Police Commissioner Deepak Kumar says, "One of the victims, found under Mission Asmita, gave a statement in front of the magistrate that she was forcefully converted... Junaid Qureshi, who married her inappropriately, has… pic.twitter.com/WWRB6QWmEB
— ANI (@ANI) July 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us