/anm-bengali/media/media_files/uaPxBZmjrRura96ijYrb.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার ১৩ জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফের বাংলাদেশে পুশব্যাক করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ একথা নিজেই টুইট করে জানালেন তিনি। নিজের টুইট বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন,''আজ বরপেটা জেলায় আটক আরও ১৩ জন অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রাজ্য সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি বজায় রাখবে এবং প্রত্যেক অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হবে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/G39BpBurwgy0b01o6bEe.jpg)
সাম্প্রতিক সময়ে আসাম পুলিশ, রাজ্যের বিভিন্ন অংশে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছেন যে, আসামের স্থানীয় বাসিন্দা এবং সম্পদ রক্ষা করাই তার সরকারের প্রধান অগ্রাধিকার।
Assam CM Himanta Biswa Sarma tweets, "...We have pushed back another 13 illegal infiltrators, who were apprehended in Barpeta, back to Bangladesh. We will keep a strong eye and ensure every illegal infiltrator is pushed back." pic.twitter.com/RxaYwAQnI1
— ANI (@ANI) September 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us