১৩ জন অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক ! চালিয়ে খেলছেন হিমন্ত বিশ্ব শর্মা

বড় খেলা খেলছেন হিমন্ত বিশ্ব শর্মা।

author-image
Debjit Biswas
New Update
himanta editted .jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ১৩ জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফের বাংলাদেশে পুশব্যাক করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ একথা নিজেই টুইট করে জানালেন তিনি। নিজের টুইট বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন,''আজ বরপেটা জেলায় আটক আরও ১৩ জন অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রাজ্য সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি বজায় রাখবে এবং প্রত্যেক অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হবে।''

himanta biswa sharmaq1.jpg

সাম্প্রতিক সময়ে আসাম পুলিশ, রাজ্যের বিভিন্ন অংশে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছেন যে, আসামের স্থানীয় বাসিন্দা এবং সম্পদ রক্ষা করাই তার সরকারের প্রধান অগ্রাধিকার।