BREAKING: নাবালককে অপরহণ করে খুন ! তীব্র চাঞ্চল্য বেঙ্গালুরুতে

নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল বেঙ্গালুরু।

author-image
Debjit Biswas
New Update
Murder

নিজস্ব সংবাদদাতা : এবার ১২ বছর বয়সী এক নাবালককে অপরহণ করে খুন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র বেঙ্গালুরু জুড়ে। এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বানারঘাট্টা অঞ্চলে। পুলিশ সূত্রে খবর,''ওই নাবালককে অপহরণ করার পর অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু ওই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার খবর পেয়ে, অপহরণকারীরা আতঙ্কিত হয়ে শিশুটিকে পিটিয়ে হত্যা করে ও তার দেহ অর্ধদগ্ধ অবস্থায় ফেলে রেখে যায়।''

Kidnap.jpg

বেঙ্গালুরুর কাগগালিপুর রোড-এর একটি নির্জন এলাকা থেকে পরে ওই নাবালকের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী,''এই বিষয়ে ইতিমধ্যেই অপহরণ ও খুনের মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।'' এই নৃশংস হত্যাকাণ্ডের ফলে সমগ্র এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে।