মাওবাদ-বিরোধী অভিযানে বিরাট সাফল্য ! কেন্দ্রীয় কমিটির সদস্য দেউ মাজ্জি সহ ১২ জন নকশাল জঙ্গির আত্মসমর্পণ

একসাথে ১২ জন নকশাল জঙ্গির আত্মসমর্পণ।

author-image
Debjit Biswas
New Update
MAOIST

নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল নিরাপত্তা বাহিনী। আজ, সোমবার, মাওবাদী সংগঠনের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কেন্দ্রীয় কমিটির (MCC) সদস্য রামধের ওরফে দেউ মাজ্জি সহ মোট ১২ জন নকশাল জঙ্গি রাজনন্দগাঁও জেলায় আত্মসমর্পণ করেছেন। এটি মাওবাদী আন্দোলনের ক্ষেত্রে এক বিশাল আঘাত বলে মনে করা হচ্ছে।

সুরক্ষাবাহিনী এবং স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে দেউ মাজ্জি, তাঁর স্ত্রী এবং আরও দশ জন নকশাল এই আত্মসমর্পণ প্রক্রিয়ায় অংশ নেন। মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় দেউ মাজ্জি এতদিন মাওবাদী সংগঠনের কৌশল নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ নীতি প্রণয়নে মূল ভূমিকা পালন করতেন।

Maoist fdf

গুরুত্ব: দেউ মাজ্জির আত্মসমর্পণ প্রমাণ করে যে নিরাপত্তা বাহিনীর অব্যাহত চাপ এবং সরকারের পুনর্বাসন নীতির কারণে মাওবাদী সংগঠনগুলি ক্রমেই দুর্বল হচ্ছে। কেন্দ্রীয় কমিটির একজন সদস্যের আত্মসমর্পণ এই গোষ্ঠীর মনোবল ও সাংগঠনিক কাঠামোকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

রাজ্যের ভূমিকা: ছত্তিশগড় সরকার দীর্ঘদিন ধরেই নকশালদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য জোরদার পুনর্বাসন কর্মসূচি চালাচ্ছে। এই আত্মসমর্পণগুলি সেই নীতির সাফল্যেরই ইঙ্গিত।

আত্মসমর্পণকারী নকশালদের সরকারের পুনর্বাসন নীতি অনুযায়ী সমস্ত সুযোগ-সুবিধা এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।