ফের বড় সাফল্য পেল ছত্তিশগড় পুলিশ ! নারায়ণপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করলো ১২ নকশাল

ফের একটি বড়মাপের সাফল্য পেল পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ৫ জন মহিলা-সহ মোট ১২ জন নকশাল সদস্য আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করলো ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায়। এই ঘটনাকে নকশাল বিরোধী অভিযানে একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর একটানা অভিযানের কারণে এই নকশালরা কোণঠাসা হয়ে পড়েছিল। এই আত্মসমর্পণের পেছনে পুলিশের 'পুনর্বাসন নীতি'ও একটি বড় কারণ।

CRPF-gets-40k.jpg

এই বিষয়ে পুলিশ সুপার জানান,''আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে একাধিক অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। এদের মধ্যে কয়েকজনের মাথার উপর মোটা অঙ্কের পুরস্কারও ছিল। আত্মসমর্পণকারীদের সরকারের পুনর্বাসন নীতির আওতায় আর্থিক সহায়তা এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে।'' এই ঘটনাটি এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।