রামলালার পোশাকের দায়িত্বে ১২ লাখ ভক্ত

ভগবান শ্রী রামের পোশাক যাচ্ছে কোথা থেকে জানেন?

New Update
ramsita

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাম নামে মত্ত সারা দেশ। কীভাবে ভগবান রামকে সাজানো যায়, তাঁর আসন সাজানো যায়, তা নিয়ে ভক্তদের উৎসাহ চোখে পড়ার মত। এখন যেন রামই ধ্যান রামই জ্ঞান। সেই ভগবান শ্রী রামের পোশাক যাচ্ছে কোথা থেকে জানেন?

রামলালার পোশাক যাচ্ছে উত্তর প্রদেশেরই লখনউ থেকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল লখনউতে হেরিটেজ হ্যান্ডওয়েভিং রিভাইভাল চ্যারিটেবল ট্রাস্টের ১২ লাখেরও বেশি ভক্তের সাথে দেখা করেন। কারণ একটাই, এই ১২ লাখ ভক্ত নিজেদের হাতে অতি যত্ন করে তৈরি করেছেন ভগবান শ্রীরামের পোশাক। সেই পোশাকই মুখ্যমন্ত্রীর হাতে তারা তুলে দেন গতকাল। ভগবান রামের এই পোশাক আজই যাচ্ছে অযোধ্যায়।

 

hiren