১১.৮০ টাকা করে কমে পাওয়া যাবে পেট্রোল, শুধু করতে হবে এই কাজ- অফার জানুন

অনেক কম দামে পেট্রোল পাওয়ার সুযোগ। 

author-image
Aniket
19 Nov 2023
New Update
petrol diesel.jpg

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: পেট্রোলের দাম চিন্তার কারণ হয়ে উঠছে ক্রমাগত। রাজস্থান নির্বাচন উপলক্ষে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এবার নয়া মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, বিজেপি সরকারে আসলেই রাজস্থানে ১১.৮০ টাকা করে কমে পাওয়া যাবে পেট্রোল। তিনি বলেছেন, "রাজস্থানে যখন বিজেপি সরকার গঠন করবে, তখন সারা দেশে পেট্রোলের দাম একই রকম হবে। প্রতি লিটার পেট্রোলের দাম ১১.৮০ টাকা কমবে। যদি গান্ধীনগরে পেট্রোল প্রতি লিটার ৯৬ টাকায় বিক্রি হয়, তাহলে রাজস্থানের জয়পুরে কেনও নয়?"

 

hiring 2.jpeg