/anm-bengali/media/media_files/oVW0HXWbgh7z45f6DKO9.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এশিয়ান গেমসের পর এশিয়ান প্যারা গেমস। সেখানেও চমক দেখাল ভারত। চীনের হ্যাংজুতে এশিয়ান প্যারা গেমসে ভারত ১০০ পদকের লক্ষ্যমাত্রা ছুঁল। ভারতের এই সাফল্যে আপ্লুত প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “এশিয়ান প্যারা গেমসে ১০০টি পদক! অতুলনীয় আনন্দের মুহূর্ত! এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের নিছক প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল। এই অসাধারণ মাইলফলক আমাদের হৃদয়কে অপরিসীম গর্বে পূর্ণ করে। আমি আমাদের ক্রীড়াবিদ, কোচ এবং তাদের সাথে কাজ করা সকল সদস্যের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জানাই। এই বিজয় আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আমাদের তরুণ প্রজন্ম বুঝিয়ে দিচ্ছে যে তাঁদের দ্বারা কোনও কিছুই অসম্ভব নয়”।
India has hit the 100-medal mark at the Asian Para Games in China's Hangzhou
— ANI (@ANI) October 28, 2023
PM Modi says, "This success is a result of the sheer talent, hard work, and determination of our athletes." pic.twitter.com/kVhK30wrr2
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us