New Update
/anm-bengali/media/media_files/2025/03/08/t6AyOY4Ekoa4Ey5T8j9Q.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দোলযাত্রা আসন্ন, ভারত তথা গোটা বিশ্বে দোলযাত্রাকে ধুমধাম করে পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বী মানুষরা। সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র উৎসব হচ্ছে দোলযাত্রা। অশুভর অন্ত ঘটিয়ে রঙের মাধ্যমে শুভর সূচনা করে এই উৎসব। বসন্ত পঞ্চমীর দিন দোলযাত্রা পালন করা হয়ে থাকে। শুধু সনাতনীরাই নন, এই উৎসবে বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করে থাকেন।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/03/Holika-Dahan-puja-191011.jpg)
এই উৎবের একটি গুরুত্বপূর্ণ অংশ 'হোলিকা দহন'। আগুন সংযোগে হোলিকাকে দহনের মধ্যে দিয়ে দোলযাত্রার সূচনা করা হয়। হোলিকা দহনের সময় অবশ্যই পাঠ করুন এই মন্ত্র 'ওম হোলিকায়ে নমঃ'। অন্তত ৩ বার এই মন্ত্র পাঠ করুন। হোলিকা দহন সম্পন্ন হলে পাঠ করুন এই মন্ত্র 'অহকুতা ভায়াত্রস্তৈঃ ক্রতা ত্বং হোলি বালিশৈঃ। অতস্বাং পুনশ্চঃয়ামী ভূত-ভূতি প্রদায়নিম'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us