New Update
/anm-bengali/media/media_files/2025/03/14/gWikrEVKwpCH77FgSX9U.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠেও পালন করা হল দোল উৎসব (Holi 2025)। এদিন শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়। শ্রীচৈতন্যদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করে মঠের সন্ন্যাসী, মহারাজ এবং উপস্থিত ভক্তরা নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠেন। তারপর খোল-করতাল বাজিয়ে চলে মঠ প্রদক্ষিণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us