চা থেকে চাটনি, সবেতেই সুগার ফ্রি? বিকল্প আর কী আছে?

নরম পানীয়ে ক্যালোরির পরিমাণ বেশি থাকে। তাই চিনির বিকল্প নানা জিনিস দিয়ে তৈরি ‘জ়িরো ক্যালোরি’ পানীয় খাচ্ছে অনেকেই। আদৌ স্বাস্থ্যের জন্য ভাল?

author-image
Anusmita Bhattacharya
New Update
sugarfree

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পছন্দের মিষ্টি পদ, নরম পানীয় বা আইসক্রিম খেতে না পারার দুঃখ ভোলাতে অনেকেই সুগার ফ্রি দেওয়া খাবার খাচ্ছেন। চিনির বিকল্প হিসাবে এই কৃত্রিম চিনির অতিরিক্ত ব্যবহারও ভালো নয়। স্যাকারিনের মতোই দু’টি যৌগ ‘অ্যাজ়পারটেম’ এবং ‘সুক্রালোজ়’-এ ক্যালোরি একেবারে নেই বললেই চলে। খাবারে ব্যবহারের সুবিধার জন্য এগুলি ট্যাবলেট বা গুঁড়ো হিসেবে ব্যবহার করুন। স্টেভিয়া’র মতো বিভিন্ন গাছের নির্যাস থেকে তৈরি প্রাকৃতিক চিনি ব্যবহার করতে পারলে সবথেকে ভালো।