আমাশায় ভুগছেন ? হোমিওপ্যাথি চিকিৎসা থেকেই পাবেন প্রতিকার

আমাশয় বা ডিসেন্ট্রি একটি গুরুতর পেটের রোগ যা প্রধানত অন্ত্রের প্রদাহের ফলে হয়।

author-image
Adrita
New Update
সস

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি দীর্ঘদিন ধরে আমাশাজনিত ভুগছেন ? তাহলে আপনার প্রতিকারের একমাত্র পথ হল হোমিওপ্যাথি চিকিৎসা। হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগের প্রতিকার রয়েছে খুবই সহজে। আসুন জেনে নিই। 

আমাশয় বা ডিসেন্ট্রি একটি গুরুতর পেটের রোগ যা প্রধানত অন্ত্রের প্রদাহের ফলে হয়। হোমিওপ্যাথি চিকিৎসকদের মতে, এই চিকিৎসার জন্য রোগীর লক্ষণ ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে নির্দিষ্ট ওষুধ বেছে নেওয়া হয়। তা হল, ১) আর্সেনিকাম অ্যালবামঃ এটির ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৩০C বা ২০০C, দিনে ২-৩ বার। 

How to treat diarrhea fast? Try these 5 home remedies for it | HealthShots

২) মারকিউরিয়াস কররোসিভাসঃ এটির ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৫C বা ৩০C, দিনে ২-৩ বার।

৩)  চায়নাঃ এটির ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৬C বা ৩০C, দিনে ২-৩ বার।

৪)  পডোফাইলামঃ এটির ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৩০C, দিনে ২ বার।

৫)  আলোইসঃ এটির ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৩০C, দিনে ২-৩ বার।

৬) মারকিউরিয়াস কররোসিভাসঃ এটির ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৬C বা ৩০C, দিনে ২-৩ বার। 

Chronic diarrhea: Causes and treatments