/anm-bengali/media/media_files/U2Lce9TZ4OJkr5DHyrfO.jpg)
নিজস্ব সংবাদদাতা: চলে এসেছে গরমের দিন। এই গরমের মধ্যে যারা কাজের জন্য বাইরে বেরোন তাদের অবস্থা কি হয় সেটা তারাই ভালো ভাবে বুঝতে পারেন। তবে লেবু ও মধু এই গরমে আপনার সঙ্গী হতে পারে। এক বোতল জলে লেবু ও মধু মিশিয়ে নিন। তারপর এই গরমের মধ্যে সেই জল পান করুন।