কোভিডের নয়া ভেরিয়েন্ট JN.1... রাজ্যগুলিকে চিঠি পাঠাল কেন্দ্র

কেরলে নতুন করে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা।

author-image
Adrita
New Update
ি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কেরালাতে ক্রমশ বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। সেখানের স্বাস্থ্য দফতর চিন্তিত এই বিষয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে। তাদের ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতার ক্ষেত্রে নজরদারি করতে, পর্যাপ্ত পরীক্ষা পরিচালনা করতে এবং পুরো জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য সমস্ত ইতিবাচক নমুনা পাঠাতে বলেছে।

hiren

কেরলের প্রতিবেশী রাজ্য কর্ণাটক প্রবীণ নাগরিকদের মাস্ক পরতে নির্দেশ দিয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও বলেছেন, এই বিষয়ে একটি আদেশ জারি করা হবে। কেরলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সিঙ্গাপুর থেকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে আসা পর্যটকদের নমুনায়ও এই ভেরিয়েন্টটি শনাক্ত করা হয়েছিল। তাছাড়া, গোয়া থেকে আসা নমুনাগুলিতে JN.1 ভেরিয়েন্টের আরও ১৫টি কেসকে শনাক্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

hiring.jpg