/anm-bengali/media/media_files/fygsmPOojwM6lDTVzsCq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সকলের।এই অবস্থায় শরীরে দরকার এমন কিছু যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এক গ্লাস লস্যি আপনার শরীরকে ঠান্ডা রাখতে পারে। লস্যিতে রয়েছে ভিটামিন, প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়া ও ক্যালশিয়াম। যা শরীরকে তৎক্ষণাৎ এনার্জি জোগায়। যখনই ক্লান্তি অনুভব করবেন এক গ্লাস লস্যি খান । ফল নিজের চোখেই দেখতে পাবেন।