গরম থেকে বাঁচতে পাহাড়ে ছুটছেন? সাবধান, বিপদ পা বাড়িয়ে রয়েছে

গরম থেকে বাঁচতে পাহাড়ে ছুটছেন। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোভিডের সংক্রমণও। এদিকে চিকিৎসকদের দাবি, এবার এসব জায়গায় করোনা (Covid 19) সংক্রমণ বেশি ছড়িয়ে পড়ায় সমস্যা দেখা দিতে পারে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
mask covid.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তীব্র গরম পড়ছে। আর এই গরমে মনটা সকলেরই পাহাড় পাহাড় করে। অনেকে টিকিট কেটে চলেও যাচ্ছেন পাহাড়ে। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে কোভিডের সংক্রমণও। এদিকে চিকিৎসকদের দাবি, এবার এসব জায়গায় করোনা (Covid 19) সংক্রমণ বেশি ছড়িয়ে পড়ায় সমস্যা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন, ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে মানুষের সতর্কতা অবলম্বন করা উচিত। তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির অনেক জেলায় সংক্রমণ বাড়ছে। হিমাচল প্রদেশের ছয়টি জেলা এবং জম্মু ও কাশ্মীরের তিনটি জেলায় সাপ্তাহিক সংক্রমণের ১১ থেকে ২৮ শতাংশ রয়েছে। একইভাবে, উত্তরাখণ্ডের পাঁচটি জেলায় সংক্রমণের বিস্তার ৪০ শতাংশ পর্যন্ত রেকর্ড করা হয়েছে।