New Update
/anm-bengali/media/media_files/LdhJh2y3jENYP1mBTefy.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ডাবের জল যে শরীরের জন্য উপকারী, সেটা তো সকলেই জানেন। কিন্তু জানেন কি রূপচর্চাতেও সাহায্য করে এটি? জল নয়, ডাবের শাঁসও রূপচর্চায় কাজে আসতে পারে। ডাবের শাঁস বেটে নিয়ে ডাবের জলের সঙ্গে মিশিয়ে বরফের ট্রে-তে ভরে রেখে দিন। রোদ থেকে ফিরে সেই বরফ মুখে ঘষে নিতে হবে। এই টোটকা মানলে ট্যান পড়বে না মুখে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us