New Update
/anm-bengali/media/media_files/8Ud58E8Kj3qVchSWSrRg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রকাশিত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের (EPL) সপ্তাহের সেরা দল। লীগের বিভিন্ন দলের সেরা খেলোয়াড়দের নিয়ে তৈরি করা হয় এই একাদশ। ম্যানচেস্টার সিটি (Manchester City) এবং ক্রিস্টাল প্যালেস থেকে ২ জন করে ফুটবলার এই একাদশে জায়গা পেয়েছেন। আর্সেনাল (Arsenal) থেকে ২ জন খেলোয়াড় রয়েছে প্রিমিয়ার লীগের সপ্তাহের সেরা একাদশে।
⭐️ @alanshearer picks his Team Of The Week for Matchweek 30 ⭐️
— Premier League (@premierleague) April 10, 2023
What do you make of the XI? 👇 pic.twitter.com/44OBCOQ9nM