ঠাকুর প্রণামের সময় দুর্ঘটনা! হল না শেষ রক্ষা

ধেড়ুয়া থেকে মেদিনীপুরগামী দুটি লরি দ্রুত গতিতে একে অপরকে ওভারটেক করতে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাদল দোলইকে ধাক্কা মেরে পাশের একটি পানের দোকানে নিয়ে যায় একটি লরি।

author-image
Pallabi Sanyal
New Update
accident debra

দুর্ঘটনা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : দুটি লরি বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় পিষে দিল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে  পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বাদল দোলই (৪৫), বাড়ি মনিদহ গ্রাম পঞ্চায়েতের শালিকা গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, গুড়গুড়িপালে রাস্তার পাশে একটি কালি মন্দির রয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে ওই ব্যক্তি প্রণাম করছিলেন। সেইসময় ধেড়ুয়া থেকে মেদিনীপুরগামী দুটি লরি দ্রুত গতিতে একে অপরকে ওভারটেক করতে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাদল দোলইকে  ধাক্কা মেরে পাশের একটি পানের দোকানে নিয়ে যায় একটি  লরি। চাকায় পিষ্ট হয়ে যায় বাদল দোলই। গুড়গুড়িপাল থানার পুলিশ এসে  বাদল দোলইকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে রক্ষা মিলেছে সনাতন ভদ্র নামে ওই পান দোকানির। দোকান ওইসময় বন্ধ ছিল। না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে জানান স্থানীয়রা। পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক পলাতক। স্থানীয়দের একাংশের অভিযোগ, নতুন করে রাস্তার কাজ শেষ হলেও ফুটপাত তৈরি হয়নি। ইঁটের টুকরো ফেলে দেওয়া হয়েছে। ফুটপাত দিয়ে হাঁটারও উপায় নেই। রাস্তার উপরই যানবাহন রাখতে হচ্ছে। যার ফলে বাড়ছে দুর্ঘটনা।