"দৃষ্টি থেকে সৃষ্টি "! অভিনব ভাবনা তেমাথানি পল্লিশ্রী ক্লাবের

দুয়ারে দুর্গাপুজো। তার আগে খুঁটি পুজো সম্পন্ন করলো তেমাথানি পল্লিশ্রী ক্লাব। ৩০ তম বর্ষে আরো চমক অপেক্ষা করছে দর্শনার্থীজের সঙ্গে। পুজোর সঙ্গে নাম জড়িয়ে রয়েছে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার।

author-image
Pallabi Sanyal
New Update
bbb

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ঢাকে কাঠি পড়ে গিয়েছে। হাতে আর একমাসও সময় নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি চলছে শহর থেকে জেলায় জেলায়। বিভিন্ন ক্লাব,কমিটি,বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই তাদের পুজো মন্ডপ ও প্রতিমার কাজ শুরু করে দিয়েছে। কাজ প্রায় শেশষের পথে।  বুধবার জন্মাষ্টমীর দিন খুঁটি পুজো হল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের তেমাথানি পল্লিশ্রী ক্লাবের দুর্গা পুজোর৷ বর্তমানে এই দুর্গাপুজো ৩০ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। প্রতি বছর হাজার হাজার দর্শট টানে ওই ক্লাব।প্রতি বছর রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া ওই ক্লাবের পাশে থাকেন। এ বছর তাদের পুজোর থিম হোলো "দৃষ্টি থেকে সৃষ্টি " অর্থাৎ মানুষ দেখে তারপর শেখে এবং তারপর সৃষ্টি করে। এই বার্তাই মানুষকে দিতে চায় এই ক্লাব।আজ আনুষ্ঠানিক ভাবে খুঁটি পুজো হলো প্রতিষ্ঠা পুকুরে ঘট তুলে। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আবু কালাম বক্স, ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা।