যোগী ম্যাজিক ছড়িয়ে পড়ল দক্ষিণ কোরিয়াতে

'অযোধ্যা আমাদের উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ', বললেন দক্ষিণ কোরিয়ার ভারতীয় রাষ্ট্রদূত।

New Update
aa-Cover-h37ikcpgqprf2ad4ehh60vg854-20170322201755.Medi.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কোরিয়ার ভারতীয় রাষ্ট্রদূত চ্যাং জায়ে বক, এসেছেন ভারত সফরে। আর ভারত সফরে এসেই তাঁর মুখে প্রশংসিত হল অযোধ্যার রাম মন্দির।

তাঁর কথায়, “অযোধ্যা আমাদের উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযোধ্যার রাম মন্দিরও উভয় দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপাতত, এক্ষেত্রে উচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য উত্তর প্রদেশ সরকার বিশদভাবে কাজ করে চলেছে। তবে, ভারত সরকার রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ করলে আমরা তাতে কাজ অবশ্যই করব”, এদিন এমনটাই জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত চ্যাং জায়ে বক।