Wrestlers Protest: পরবর্তী পদক্ষেপ কি কুস্তিগীরদের?

বৃহস্পতিবার ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে চার্জশিট জমা করেছে দিল্লি পুলিশ। সেখানে তাঁকে দোষী দেখানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখনই আন্দোলন থামাচ্ছেন না কুস্তিগীররা।

New Update
wrestlers protest

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কুস্তি ফেডারেশনের বিদায়ী প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে বৃহস্পতিবারই প্রায় ১৫০০ পাতার চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন সাতজন কুস্তিগীর। সেই মামলার পরিপ্রেক্ষিতেই চার্জশিট তৈরি হয়েছে। চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ডি, ৩৪৫এ ধারায় মামলা রুজু হয়েছে।

আর এরপরই প্রশ্ন উঠছে, কুস্তিগীরদের পরবর্তী পদক্ষেপ কি? এর পর আন্দোলন কোন পথে এগোবে? নাকি আন্দোলন প্রত্যাহার করে নেবে কুস্তিগীররা? কি ভাবছেন তারা?

বিক্ষোভকারীদের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলেছেন কুস্তিগীর সাক্ষী মালিক। জানিয়েছেন তাদের পরবর্তী পদক্ষেপের কথা।