New Update
/anm-bengali/media/media_files/SfZZeIouZEUcS0TiJMUM.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চিত করা, এমএনআরইজিএ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সক্রিয় করাসহ বিভিন্ন প্রকল্পের তহবিল বন্ধ করে দেওয়ার অভিযোগ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি জনসভার আয়োজন করা হয়েছে।
/anm-bengali/media/media_files/0PsYUEmqGTxB09cjIklo.jpg)
প্রত্যেকটি জেলার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরে থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় জন গর্জন সভায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সভাতে উপস্থিত হতে চলেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তীও।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us