New Update
/anm-bengali/media/media_files/Mk4PNqXoQUi6Vtx7KrEr.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: নদিয়া জেলার সীমান্তবর্তী গ্রামগুলিতে পুরুষরা মাদকের নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। তাই সেখানকার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঘরে আনতে ভয় পাচ্ছে। দিনা আনা দিন খাওয়া হতদরিদ্র পরিবারগুলির পুরুষ সদস্যদের মাদকের টাকার জোগাড় করার জন্য চুরি করতে হচ্ছে স্ত্রীদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এমনকি টাকা না দিলে চলছে মহিলাদের উপর মারধর। এই প্রবণতা রুখতে এবার গ্রামে গ্রামে তৈরি হচ্ছে 'মাদক বিরোধী গ্রাম প্রতিরোধ কমিটি'।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us