/anm-bengali/media/media_files/L6HeggNkkEdjsNCpKtZR.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সাতসকালে ধান জমি থেকে রক্তাক্ত গলাকাটা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো চন্দ্রকোনায়।
যা জানা যাচ্ছে, বুধবার সকালে এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুর সংলগ্ন বাঁদরখালি এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, কুঁয়াপুর থেকে বালা যাওয়ার গ্রামীণ রাস্তার ধারে ধান জমিতে পড়ে থাকতে দেখা যায় রক্তাক্ত গলাকাটা অবস্থায় এক মহিলার দেহ।
প্রতি দিনকার মতো এদিনও এই রাস্তা দিয়ে যাতায়াত করছিল কিছু মানুষ। এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় তাদেরই নজরে আসে বিষয়টি। ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
এই ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। যদিও ওই মহিলার এখনও পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে নিশ্চিত করে কিছু বলতে চাইছেনা পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us