New Update
/anm-bengali/media/media_files/IamP1NTQaQBiSR9sU6IY.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নবমী থেকেই বদলে ছিল আবহাওয়া। শুরু হয়েছিল বৃষ্টি। তবে এবার ধীরে ধীরে শুষ্ক হচ্ছে বাতাস। হাল্কা হাল্কা শীতের আমেজ এসে গিয়েছে বঙ্গে। হাওয়া অফিস বলছে, দিনে দিনে এই আমেজ বাড়বে বই কমবে না।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ হুগলী সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশের আশাপাশি।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us