বৃষ্টি বিদায়ের পথে, জেলায় মিলছে শীতের পরশ

হাল্কা কনকনে শীতের পরশ মিলছে ভোর থেকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
140401-bmi-morning-light-1951.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল সারাদিনই দফায় দফায় চলেছে কখনও মাঝারি বা কখনও ভারী বৃষ্টি। তবে সন্ধ্যে থেকে আর বৃষ্টির দেখা মেলেনি। কিন্তু বদলেছে আবহাওয়া। হাল্কা কনকনে শীতের পরশ মিলছে ভোর থেকে। আর এতেই মনে হচ্ছে এবার হইতো সত্যিই বিদায় নিতে চলেছে বর্ষা।

হাওয়া অফিস যদিও জানাচ্ছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। ফলে আশঙ্কা রয়েছে বন্যা পরিস্থিতির। যে ৭ জেলায় আশঙ্কা রয়েছে তার মধ্যে রয়েছে হাওড়াও। ফলে সেখানেও সতর্ক থাকতে বলেছে প্রশাসন। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ১৪ কিমি। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ।