বদলাচ্ছে আবহাওয়া, শীত আসন্ন

খানিকটা চুপিসারে বদলাচ্ছে আবহাওয়া। আর তার জানান মিলল আজই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
fog-covers-howrah-on-dec-28-2016-487125.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সপ্তাহান্তে ফের বৃষ্টি দেখা যাবে, এমনটা পূর্বাভাস আগেই দিয়েছে হাওয়া অফিস। কিন্তু তার আগের গুমোট পরিবেশটায় অস্বস্তিকর হয়ে উঠছে রাজ্যবাসীর জন্যে। তবে এর মধ্যেই খানিকটা চুপিসারে বদলাচ্ছে আবহাওয়া। আর তার জানান মিলল আজই।

হাওয়া অফিস জানাচ্ছে, হাওড়াই এদিন সারাদিনই মেঘের দেখা মিলবে। তবে সকালের দিকে মেঘের সাথেই দেখা মিলল কুয়াশার। কার্যত আজই প্রথম কুয়াশার দেখা মিলল। আর এতেই বোঝা যাচ্ছে, এবার শীত আসন্ন। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ একেবারেই নেই। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ।