Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/pPNe0y2P0O8VrJEShp8c.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর আগে লেগেছিল হিমের হাওয়া। তবে তা স্থায়ী হওয়ার আগেই নিল বিদায়! ফের উত্তপ্ত দক্ষিণের একাধিক জেলা। আকাশ মেঘলা থাকায় বাড়ছে অস্বস্তি। বীরভূমেও দেখা দিয়েছে একই পরিস্থিতি। এই জেলায় ঠান্ডা পড়তে এখনও কিছুটা সময় দেরি, বলে মনে করছে হাওয়া অফিস।
আজ বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ একেবারেই নেই বললেই চলে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। আজ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us