দুর্নীতি মামলায় সরলেন তদন্তকারী অফিসার, তাহলে এবার দায়িত্বে কে?

নিয়োগ দুর্নীতি মামলায় জটিলতা বাড়ল। সরলেন মামলার আইও মিথিলেশ কুমার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ed-hc.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আদালতে ধমক খাওয়াটাই বোধহয় ভবিতব্য হয়ে গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির। প্রায় প্রতিদিনের শুনানিতেই বিচারপতির কড়া প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে ইডির আধিকারিকদের। আর এবার সরাসরি তদন্তভার থেকে সরিয়ে দেওয়া হল তদন্তকারী অফিসারকে।

দুর্নীতি মামলায় ইডির আইও মিথিলেশ কুমারকে তদন্তভার থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শুধু দুর্নীতি মামলা নয়, পশ্চিমবঙ্গের কোনও মামলাতেই তদন্তভার দেওয়া যাবে না মিথিলেশ কুমারের কাঁধে। এমনই জোরালো পর্যবেক্ষণ বিচারপতি সিনহার। আর এর জেরে গত সোমবারের পর শুক্রবারও চাপ বাড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

গতকাল বিচারপতি সিনহার পর্যবেক্ষণ কি ছিল? গত সোমবারের শুনানির পর থেকেই বেশ অসন্তুষ্ট ছিলেন তিনি। ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন তিনি। তাই গতকাল, ইডির ব্যাখ্যা শুনে জাস্টিস সিনহা বলেন, “আপনি কি তদন্ত থেকে অব্যাহতি চান? এটা কি পোস্ট অফিস? কেউ কিছু দিল, এসে প্রকাশ করলেন! কার কত সম্পত্তি কিছু দেখলেন না? একজন কোম্পানির ডিরেক্টর। তাঁর কত সম্পত্তি তদন্ত করে দেখবেন না?”

এরপরই মিথিলেশ কুমারকে মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সিনহা। শুধুমাত্র দুর্নীতি মামলা না, বাংলার কোনও মামলাতেই তাঁর কাঁধে দায়িত্বভার দেওয়া যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে অবশ্য ইডির আইনজীবী জানান, “ভালো অফিসার। তিনি দায়িত্ব নিয়ে তদন্ত প্রক্রিয়া সামলাচ্ছিলেন”। তাতে অমৃতা সিনহা জানিয়ে দেন, “ভালো অফিসার যখন অন্য কোথাও গিয়ে ভালো কাজ করুন”।

তাঁর এই নির্দেশের পরই নিয়োগ দুর্নীতি মামলায় জটিলতা যেন আরও খানিকটা বেড়ে গেল। কেননা মামলার শুরু থেকে তদন্ত প্রক্রিয়া সামলাচ্ছিলেন এই মিথিলেশ কুমার। তদন্তের নাড়ী নক্ষত্র জানতেন তিনি। আর এখন যখন তদন্তের একদম মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছে ইডি, সেই সময় সরিয়ে দেওয়া হল তাঁকে। 

এখনও পর্যন্ত জানা যায়নি তাঁর জায়গায় কে হতে চলেছেন নতুন তদন্তকারী অফিসার। তবে যেই দায়িত্বভার নেবেন, তাঁর কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে এই দুর্নীতি মামলা। কেননা এই মুহুর্তে তদন্ত প্রক্রিয়া বেশ গভীরে পৌঁছে গিয়েছে। আর সেই গভীরতা বুঝতে গেলে লাগবে দুঁদে অফিসারকে। ফলে কে নতুন আইও হবেন এখন সেটাই দেখার। আর তিনি বিচারপতি সিনহার প্রশ্নবাণ কীভাবে সামলান তাও ভাবাচ্ছে ইডিকে।