/anm-bengali/media/media_files/SoodgM2dKShL5BRYNZaM.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ সকালে রাজ্য পুলিশের তরফে সমাজমাধ্যমে জানানো হয়েছে যে, "বাস থেকে লুঠ গয়না, গ্রেফতার ৫
রাণাঘাট থেকে কোচবিহার যাবে বাস। চালকের জিম্মায় রাণাঘাটের এক গয়না ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া পাঁচ কিলোর বেশি রুপোর গয়না, নিয়ে যেতে হবে কোচবিহারের এক ব্যবসায়ীর কাছে।
এই ঘটনা ৩০ জুন রাতের। পরের দিন, ১ জুলাই সকাল পৌনে দশটা নাগাদ কোচবিহারের ঘোকসাডাঙা থানা এলাকায় জাতীয় সড়ক ৩১-এর উপর অস্ত্রশস্ত্র দেখিয়ে বাস থামায় বাসেরই জনা পাঁচ-ছয়েক যাত্রী। কয়েক মিনিটের মধ্যে চালকের কেবিন থেকে পাঁচ কিলো গয়না লুট করে একটি SUV চড়ে চম্পট দেয় তারা।
/anm-bengali/media/media_files/ujujOTNbNbbfZXhqP0qS.jpg)
অভিযোগ পাওয়া মাত্র তদন্তে নামে ঘোকসাডাঙা থানা, সারাদিনের অক্লান্ত খোঁজের পর সেদিন সন্ধ্যায় গাড়ির সন্ধান মেলে পুন্ডিবাড়ি থানা এলাকার একটি কারখানা থেকে, যেখানে গাড়ি থেকে অপরাধের সমস্ত প্রমাণ লোপাট করার নির্দেশ দিয়ে গাড়িটি রেখে যায় ডাকাতরা৷
/anm-bengali/media/media_files/eWLJt4B8ngCQ6sIfI3Fq.jpg)
গাড়ির সূত্র ধরে দিনকয়েক আগে গ্রেফতার হয়েছে মোট পাঁচজন অভিযুক্ত, উদ্ধার হয়েছে দুই কিলোর কাছাকাছি লুট করা গয়না। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে ওই পাঁচজন। বাকি গয়নার সন্ধান চলছে, আশা করছি পেয়েও যাব দ্রুত।"
/anm-bengali/media/post_attachments/cdc101da2ffd31e65f9c4868f8b3534a2b5c5fd7d89a137d145f1f7a35c183e1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us